১৬ই অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) বিশ্ব খাদ্য দিবস কোন দিনটিতে পালিত হয়?
- ১৬ই অক্টোবর।
( ১৯৮১ সাল থেকে পালিত হয়ে আসছে)
২) ইউথ অলিম্পিক গেমসে ভারতীয় হকি দল কোন পদক জিতল?
- রূপো।
( পুরুষ এবং মহিলা উভয় দলই)
৩) ভারতের কোথায় এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু হল?
- নতুন দিল্লি।
৪) নোকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?
- আলিয়া ভাট।
৫)  লাহাবাদ শহরের নতুন কী নামকরণ করা হল?
- প্রয়াগরাজ।
৬) চলতি ইয়ুথ অলিম্পিকে কোন ভারতীয় অ্যাথলেট প্রথম পদক জিতলেন₹
- সুরজ পানওয়ার।
৭) কোথায় প্রধানমন্ত্রী মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল?
- নতুন দিল্লি।
৮) কে থাইল্যান্ডে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?
- সুচিত্রা দুরাই।
৯) ব্যাঙ্ক অফ বরোদার নতুন এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হলেন?
- পি এস জয়কুমার।
১০) কোন গীতিকার সারাজীবনের কাজের স্বীকৃতি হিসাবে হৃদয়নাথ পুরস্কার পেলেন?
- খয়য়াম।