১৫ই অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ভারতের "মিসাইল ম্যান" কাকে আখ্যা দেওয়া হয়?
- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডঃ এ পি জে আব্দুল কালাম।
(১৫ই অক্টোবর তার জন্মদিন)।
২) ১৫ই অক্টোবর ভারতে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- মহিলা কিষান দিবস।
( কৃষি ক্ষেত্রে মহিলাদের অবদানের স্বীকৃতি হিসেবে)।
৩) কোন দেশ এবছর এর সুলতান জোহর কাপ (জুনিয়র হকি) জিতল?
- গ্রেট ব্রিটেন।
(ভারতকে হারিয়ে)।
৪) কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন?
- শেখর মান্ডে।
৫) কোন দেশ ২০১৯ সালের ওয়ার্ল্ড রিলে আয়োজন করবে?
- জাপান।
৬) ভারতের প্রথম ভারত ইজরায়েল ইনোভেশন সেন্টারটি কোথায় উদ্বোধন করা হল?
- বেঙ্গালুরু।