১৪ই অক্টোবর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) সাহিত্যে নোবেল পুরস্কারের বিকল্প নিউ একাডেমি প্রাইজ জিতলেন?
- ম্যারিস কোনড।
( বিতর্কের কারণে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়নি)।
২) সামরিক বাহিনীর মহড়া The Clear Sky 2018 কোথায় অনুষ্ঠিত হল?
- ইউক্রেনে।
৩) কোন রাজ্য মৎস্য চাষের উপর নতুন প্রকল্প আনতে চলেছে যার নাম "ব্লু রেভলিউশন: ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ফিশারিজ"?
- মেঘালয়
৪) এ বছরের প্যারা এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
- ইন্দোনেশিয়া।
৫) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো  সতীশ ধাওয়ান সেন্টার ফর স্পেস সায়েন্স স্থাপনের জন্য কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হল?
- জম্মু বিশ্ববিদ্যালয়।
৬) বিশ্ব স্ট্যান্ডার্ড দিবস কোন দিনটিতে পালিত হয়?
- ১৪ই অক্টোবর।