28 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 28 জানুয়ারি কোন দুই স্বনামধন্য ভারতীয়ের জন্মদিন?
- স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়।
- লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা।
- ভারতের প্রথম সেনাপ্রধান কে এম কারিয়াপ্পা।
- স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়।
- লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা।
- ভারতের প্রথম সেনাপ্রধান কে এম কারিয়াপ্পা।
2) জলবায়ু পরিবর্তনের প্রতি সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করে কোন দেশের নাগরিকরা ক্লাইমেট মার্চ যাপন করল?
- বেলজিয়াম।
- বেলজিয়াম।
3) এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন ট্যাবলো প্রথম স্থান অধিকার করেছে?
- ভারতীয় কৃষি গবেষণা সংস্থার "কৃষক গান্ধী" থিমটি।
- ভারতীয় কৃষি গবেষণা সংস্থার "কৃষক গান্ধী" থিমটি।
![]() |
কিষান গান্ধী ট্যাবলো |
4) অক্সফোর্ড ডিকশনারির মতে 2018 সালের সেরা হিন্দি শব্দ কোনটি?
- নারীশক্তি।
- নারীশক্তি।
5) তৃতীয় এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ভারত 7 উইকেটে পরাজিত করল-
-নিউজিল্যান্ডকে।
-নিউজিল্যান্ডকে।