29 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

29 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) ICC T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
- অস্ট্রেলিয়া।
Bengali GK
2020 ICC T20
2) কোন দুটি দেশের সেন্ট্রাল ব্যাংক যৌথভাবে Aber নামক ডিজিটাল মুদ্রা প্রচলন করল?
- সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী।
3) বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় শাখার প্রধান হিসেবে কে পুনর্নিযুক্ত নিযুক্ত হলেন?
- পুনম সিং ক্ষেত্রপাল।
4) ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র আখের রসকে জাতীয় পানীয় হিসেবে ঘোষণা করল?
- পাকিস্তান।
5) কোন রেলওয়ে জোন স্বচ্ছতম জোন হিসেবে পুরস্কৃত হল?
- দক্ষিণ রেল।
6) পাকিস্তানের কোন আদালতে নিযুক্ত প্রথম হিন্দু মহিলা বিচারপতির নাম কী?
- সুমন কুমারী।
7) প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী
- জর্জ ফার্নান্দেজ।