30 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

30 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 30 শে জানুয়ারি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
- শহীদ দিবস।
- 1949 সালে এই দিনে গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন।
- গান্ধীজির সমাধিস্থল রাজঘাট।
Sahid diwas
30 জানুয়ারি শহীদ দিবস 
2) ভারতের প্রথম ট্রান্সজেন্ডার পদ্মশ্রী প্রাপক কে?
- নর্তকী নটরাজ।
3) সম্প্রতি খবরে থাকা পাকুল দুল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
- চেনাব নদী (জম্মু)
- 1000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
4) নিউ ইয়র্ক টাইমস-এর ট্রাভেল শো 2019-এ এওয়ার্ড অফ এক্সেলেন্স পেল
- ভারত।
5) দিব্যাঙ্গদের জন্য কোন রাজ্য সরকারি চাকুরিতে 4% সংরক্ষণ আনতে চলেছে?
- রাজস্থান।
6) ইরাকের কোন শহরে দীর্ঘ 25 বছর পর এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল শুরু হতে চলেছে?
- পবিত্র শহর নাজাফ।
7) 'নাইট অ্যাট দি মিউজিয়াম' কর্মসূচি অনুসারে রাত্রে মিউজিয়াম খোলা রাখল-
- ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট, দিল্লি।