31 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

31 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) বর্তমানে কোনটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর?
- দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
2) বিশ্ব দুর্নীতি সূচকে ভারতের বর্তমান স্থান কত?
- 78তম।
3) কোন দেশের সঙ্গে ভারতীয় মহিলা হকি দল ২-২ ফলাফলে ড্র করল?
- স্পেন।
স্পেনের সঙ্গে ড্র করল ভারতীয় দল।
4) কোথায় প্রথম স্বদেশ দর্শন প্রকল্পের সূচনা হয়েছে?
- সিকিম।
5) কোন দেশের আইনসভা প্রতিবাদ মিছিলে মাস্ক বা মুখোশ পরা নিষিদ্ধ ঘোষণা করল?
- ফ্রান্স।
- আইনসভার নাম ন্যাশনাল এসেম্বলি।
6) বাজেট অধিবেশনের শুরুর সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দিলেন-
- রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোভিন্দ।