1লা ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 1লা ফেব্রুয়ারী ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দিবস হিসেবে পালিত হয়।
- 1977 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম উপকূল রক্ষী বাহিনী।
- 1977 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম উপকূল রক্ষী বাহিনী।
2) কেন্দ্রীয় বাজেট 2019 পেশ করলেন পীযূষ গোয়েল।
![]() |
কোন্দরীয় বাজেট 2019 |
3) গ্রামোন্নয়ন এবং বিদ্যুতায়নের জন্য কার্নোট প্রাইজ পেতে চলেছেন কেন্দ্রীয় রেল এবং কয়লা মন্ত্রী পীযুষ গোয়েল।
4) সিবিআই-এর নতুন অধিকর্তা নিযুক্ত হলেন ঋষি কুমার শুক্লা।
5) ICC- র মহিলা ব্যাটসম্যানের তালিকায় 1 নম্বর স্থানে স্মৃতি মন্ধনা, পাঁচে মিতালি রাজ।
6) পাঞ্জাব রয়্যালসকে হারিয়ে চতুর্থ প্রো রেসলিং লীগ জিতল
- হরিয়ানা হ্যামার্স।
- হরিয়ানা হ্যামার্স।