27 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

27 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলস জিতলেন?
- নোভাক জোকোভিক (সার্বিয়া)।
- এই নিয়ে 7 বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন।
- রাফায়েল নাদালকে হারালেন।
2) ইন্দনেশিয়া মাস্টার্স 2019 কে জিতলেন?
- সাইনা নেহওয়াল।
3) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে পুরুষদের গল্ফ চ্যাম্পিয়নশিপ কে জিতলেন?
- কার্তিক শর্মা।
4) ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিনবিহীন ট্রেন (ট্রেন 18)-এর কী নামকরণ হল?
- বন্দে ভারত এক্সপ্রেস।
- দিল্লি থেকে বেনারস।
বন্দে ভারত এক্সপ্রেস 
5) কোথায় 5.1 কিমি দীর্ঘ কেবল সেতু 'অটল সেতু'র উদ্বোধন করা হল?
- গোয়ার পানাজিতে।
- মান্ডবি নদীর উপর।
- উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।
6) 2019 সালের লোকসভা নির্বাচন কী কারণে উল্লেখ্য হবে?
- এই নির্বাচনেই প্রথমবার অংশ নেবে নতুন সহস্রাব্দের ভোটাররা।
7) বি আর আম্বেদকর এবং গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলির সংযোগকারী বিশেষ পর্যটক ট্রেনটির নাম কী?
- সামান্থা এক্সপ্রেস।
- নাগপুর থেকে চলবে।
- যাত্রা শুরু 14ই এপ্রিল।