26 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

26 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) আজ কততম প্রজাতন্ত্র দিবস?
- 70 তম।
- 1950 সালে 26 শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল।
Bangla gk
70 তম প্রজাতন্ত্র দিবস 
2) এবছর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে?
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।
- মূল অনুষ্ঠান হয় নতুন দিল্লির রাজপথে।
- ভারত পর্ব অনুষ্ঠান হয় লাল কেল্লায়।

3) এবছর কাকে মরণোত্তর অশোক চক্র প্রদান করা হয়?
- লান্স নায়ক নজির আহমদ বানী।

4) অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলস কে জিতলেন?
- জাপানের নাওমি ওসাকা।
- চেক প্রজাতন্ত্রের Petra Kvitova কে হারিয়ে।

5) প্রয়াত অস্কারজয়ী সংগীতকার মাইকেল লিগ্রান্ড (24-02-1932 থেকে 26-01-2019) কোন দেশের নাগরিক ছিলেন?
- ফ্রান্স।
- 3 টি অস্কার জয়ী, নমিনেশন পেয়েছিলেন 13 বার।