25 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

25 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 25 শে জানুয়ারি কোন দিবস হিসেবে পালিত হয়?
- জাতীয় ভোটার দিবস।
- 1950 সালে 25 জানুয়ারি নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
2) 25 শে জানুয়ারি কোন রাজ্যের প্রতিষ্ঠা দিবস?
- হিমাচল প্রদেশ।
- 1971 সালে প্রতিষ্ঠিত।
3) ভারতে আগত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির নাম কী?
- সিরিল রামাফোসা।
4) এবছরের ভারতরত্ন পুরষ্কার কারা পেতে চলেছেন?
- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, নানাজি দেশমুখ (মরণোত্তর), ভূপেন হাজারিকা (মরণোত্তর)।
5) এবছর মোট কতজন পদ্ম পুরষ্কার পেতে চলেছেন?
- 112 জন (94 জন পদ্মশ্রী, 14 জন পদ্মভূষণ, 4 জন পদ্ম বিভূষণ)
6) কোথায় ভারতীয় দূতাবাসে ভারতের 70 তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে 'স্ট্রিংস অফ পিস" অনুষ্ঠানের আয়োজন হয়েছিল?
- কলম্বো, শ্রীলঙ্কা।
25 জানুয়ারি- জাতীয় ভোটার দিবস।