24 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

24 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 24 শে জানুয়ারি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
- জাতীয় কন্যা শিশু দিবস।
জাতীয় কন্যা শিশু দিবস 

2) ইসরো (ISRO) আজ কোন দুটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল?
- মাইক্রোস্যাট-R এবং কালামস্যাট।
- প্রথমটি একটি ইমেজিং স্যাটেলাইট।
- কালামস্যাট ছাত্রদের তৈরি স্যাটেলাইট।
- শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়।
- PSLV C4-এর সাহায্যে।
3) ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রে নতুন সংবিধান রচনার কাজ চলছে?
- শ্রীলংকা।
4) WTO-এর বর্তমান প্রধান কে?
- রবার্তো এজেভেডো।
5) কোন দেশের বিজ্ঞানীরা 5টি বানরের ক্লোন তৈরি করল?
- চীন।
- মানুষের রোগ গবেষণার জন্য।
6) পরীক্ষা ভীতি দূর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যক্রমটির নাম কী?
- পরীক্ষা পে চর্চা।
7) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতীয় নৌসেনার নতুন এয়ার বেসটির নাম কী?
- আই এন এস কোহাসা (INS Kohassa)
- আন্দামানের দিগলিপুরে।
- বর্তমান নৌসেনা প্রধান- সুনীল লাম্বা।
8) 24 শে জানুয়ারি কোন রাজ্যের প্রতিষ্ঠা দিবস?
- উত্তর প্রদেশ।
- 69 তম।