23 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

23 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় নেতাজি মিউজিয়ামের উদ্বোধন করলেন?
- লাল কেল্লায়।
- নেতাজি সুভাষ চন্দ্র বসুর 122 তম জন্মদিন উপলক্ষ্যে।
নেতাজির ছবিতে মাল্যদান করছেন মাননীয় রাষ্ট্রপতি

2) কোন স্বনামধন্য লেখিকা এবছরের AKLF 2019 সালের ওম্যান্স ভয়েস এওয়ার্ড পেলেন?
- রঞ্জনী মুরালি।
- বইটির নাম "ব্লাইন্ড সিন্স"।
3) এবছরের অস্কার পুরষ্কারের জন্য কোন ভারতীয় তথ্যচিত্রটি নমিনেশন পেল?
- পিরিয়ড, এন্ড অফ সেন্টেন্স।
4) ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে বন্দুক তৈরির কারখানা কোথায় শুরু হল?
- সুরাট, গুজরাট।
5) কোন ভারতীয় বংশোদ্ভূত মানবতাবাদী 2019 সালের রোসা পার্কস ট্রেইলব্লেজার পুরষ্কার পেলেন?
- গুরিন্দর সিং খালসা।
6) ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড মেডিসিন ফোরাম 2019 কোথায় আয়োজিত হচ্ছে?
- ভারত।
7) আরব ইকোনোমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সামিট 2019 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
- বেইরুট।
8) কোন ঘটনার প্রতিবাদে মার্কিন প্রশাসনে টানা 33 দিনের আংশিক কর্মবিরতি চলছে?
- সীমান্ত প্রাচীর (বা, বর্ডার ওয়াল) তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে।
- একটানা এতদিনের কর্মবিরতি মার্কিন ইতিহাসে রেকর্ড।