22 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) বিশ্ব অর্থনৈতিক মঞ্চ (ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম)-এর সম্মেলন কোথায় শুরু হল?
- দাভোস, সুইজারল্যান্ড।
- থিম: গ্লোবালাইজেশন 4.0 : শেপিং এ গ্লোবাল আর্কিটেকচার ইন দি এজ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন।
- দাভোস, সুইজারল্যান্ড।
- থিম: গ্লোবালাইজেশন 4.0 : শেপিং এ গ্লোবাল আর্কিটেকচার ইন দি এজ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন।
2) কোথায় 15তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের সূচনা হল?
- বেনারস, উত্তর প্রদেশ।
- বেনারস, উত্তর প্রদেশ।
3) 2018 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ অবদানের জন্য বিরাট কোহলি পুরস্কৃত হলেন-
- স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।
ICC Cricketer of the Year
ICC Test Player of the Year
ICC ODI Player of the Year
- স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।
ICC Cricketer of the Year
ICC Test Player of the Year
ICC ODI Player of the Year
![]() |
পুরষ্কার জয়েও রেকর্ড বিরাটের |
4) 2018 সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মান কে পেলেন?
- রিষভ পন্থ।
5) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার কোথায় প্রদান করা হল?
- রাষ্ট্রপতি ভবন।
- প্রদান করলেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
- সর্বকনিষ্ঠ বিজয়িনী- এলা দীক্ষিত, মেরুট, উত্তর প্রদেশ।
- রাষ্ট্রপতি ভবন।
- প্রদান করলেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
- সর্বকনিষ্ঠ বিজয়িনী- এলা দীক্ষিত, মেরুট, উত্তর প্রদেশ।