22 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

22 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) বিশ্ব অর্থনৈতিক মঞ্চ (ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম)-এর সম্মেলন কোথায় শুরু হল?
- দাভোস, সুইজারল্যান্ড।
- থিম: গ্লোবালাইজেশন 4.0 : শেপিং এ গ্লোবাল আর্কিটেকচার ইন দি এজ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন।
2) কোথায় 15তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের সূচনা হল?
- বেনারস, উত্তর প্রদেশ।
3) 2018 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ অবদানের জন্য বিরাট কোহলি পুরস্কৃত হলেন-
- স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।
ICC Cricketer of the Year
ICC Test Player of the Year
ICC ODI Player of the Year

পুরষ্কার জয়েও রেকর্ড বিরাটের 

4) 2018 সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মান কে পেলেন?
- রিষভ পন্থ।
5) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার কোথায় প্রদান করা হল?
- রাষ্ট্রপতি ভবন।
- প্রদান করলেন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
- সর্বকনিষ্ঠ বিজয়িনী- এলা দীক্ষিত, মেরুট, উত্তর প্রদেশ।