21 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

21 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 21 শে জানুয়ারি কোন রাজ্যগুলির প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত?
- মনিপুর (1972),
মেঘালয় (1972),
ত্রিপুরা (1972)।

2) কোথায় 15তম যুব প্রবাসী ভারতীয় দিবস উৎসব শুরু হল?
- বেনারস।

3) ইউনেস্কো কোন শহরটিকে 2020 সালের বিশ্ব স্থাপত্যের রাজধানী হিসেবে ঘোষণা করল?
- ব্রাজিলের রিও ডে জেনেরিও।

4) কোন ভারতীয় টেনিস খেলোয়াড় সিঙ্গাপুর ওপেনসে প্রথম সিঙ্গলস খেতাব জিতল?
- অঙ্কিতা রায়না।

5) সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে ইউরেনিয়াম সংক্রান্ত চুক্তি সম্পাদন করল?
- উজবেকিস্তান।