20 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সর্বাধিক মেডেল জিতল?
- মহারাষ্ট্র (মোট মেডেল- সোনা 83, রূপো 60, ব্রোঞ্জ 79)
- দ্বিতীয় হরিয়ানা, তৃতীয় দিল্লি।
- মহারাষ্ট্র (মোট মেডেল- সোনা 83, রূপো 60, ব্রোঞ্জ 79)
- দ্বিতীয় হরিয়ানা, তৃতীয় দিল্লি।
2) ভারতে এলেন মরিশাসের প্রধানমন্ত্রী-
প্রভিন্দ কুমার জুগনাউথ।
প্রভিন্দ কুমার জুগনাউথ।
3) মাদাগাস্কারের নতুন রাষ্ট্রপতি হলেন-
- অ্যান্ড্রে রেজোলিনা।
- অ্যান্ড্রে রেজোলিনা।
4) 113 বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম পুরুষ, যার নাম-
- মাসাজো নোনাকা।
- মাসাজো নোনাকা।
5) কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম উল্কা বর্ষণকারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল?
- জাপান।
- জাপান।
6) প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি কোথায় ডিফো ব্রিজের উদ্বোধন করলেন?
- অরুণাচল প্রদেশে (চিপু নদীর উপর)।
- অরুণাচল প্রদেশে (চিপু নদীর উপর)।