12 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 12ই জানুয়ারি কোন দিবস হিসেবে পালিত হয়?
- জাতীয় যুব দিবস।
- স্বামীজীর জন্মদিবস উপলক্ষ্যে।
এবছরের থিম- চ্যানেলাইজিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং।
2) কে ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন?
- অশোক চাওলা।
3) 25 তম পার্টনারশিপ সামিট কোথায় উদ্বোধন করা হল?
- মুম্বাইয়ে।
- উদ্বোধন করলেন মাননীয় উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
4) ম্যাসেডোনিয়ার নতুন প্রস্তাবিত নামটি কী?
- রিপাবলিক অফ নর্থ ম্যাসেডোনিয়া।
5) চারদিনের ভারত সফরে এলেন নেপালের সেনা প্রধান-
- পূর্ণ চন্দ্র থাপা।
6) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রানের অধিকারী পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান কে?
- এম এস ধোনি।