13 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) আজ 13 জানুয়ারি কোন শিখ গুরুর জন্ম বার্ষিকী?
- গুরু গোবিন্দ সিং (350 তম জন্ম বার্ষিকী)।
- ইনি দশম গুরু ছিলেন, প্রথম গুরু নানক।
2) ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কোন দেশ সফরে গেলেন?
- উজবেকিস্তান (রাজধানী-)
3) খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সবথেকে কম বয়সী স্বর্ণপদক-বিজয়ীর নাম কী?
- অভিনব শ।
4) এ বছরের প্রবাসী ভারতীয় দিবস কোথায় উদযাপিত হবে?
- বেনারস ( 21 থেকে 23 শে জানুয়ারি)।
5) কোন দল প্রিমিয়ার ব্যাডমিন্টন লীগ 2019 জিতল?
- ব্যাঙ্গালুরু র্যাপ্টরস।
- রানার আপ হল মুম্বাই রকেটস।