11 ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

11 ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

1) 11 ই জানুয়ারি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবস?
- লাল বাহাদুর শাস্ত্রী
(ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী)

2) 11 জানুয়ারি ভারতের কোন স্বনামধন্য ক্রিকেটারের জন্মদিন?
- রাহুল দ্রাবিড়।

3) ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডাইরেক্টর কে নিযুক্ত হলেন?
- অজিত মোহন।

4) কে দ্বিতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?
- নিকোলাস মাদুরো।

5) কোন ছটি রাজ্য রেনুকাজি বাঁধ বহুমুখী প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করলো?
- উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, হিমাচল প্রদেশ, দিল্লি ও রাজস্থান।

6) কোথায় বুদ্ধ মহোৎসবের সূচনা হল?
- বুদ্ধগয়ায়।
- উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

7) ভারতের দীর্ঘতম 'সিঙ্গল লেন স্টিল কেবল সাসপেনশন ব্রিজ' কোথায় খোলা হলো?
- অরুণাচল প্রদেশ।

8) 2020 টোকিও অলিম্পিকের 'মিশন দে চিফ' হিসেবে কার নাম ঘোষণা করা হল?
- বীরেন্দ্র প্রসাদ (ভারতীয় ভারোত্তোলক ফেডারেশনের প্রেসিডেন্ট)

9) খেলো ইন্ডিয়া ইউথ গেমে কোন রাজ্যের পদক সংখ্যা সবথেকে বেশি?
- মহারাষ্ট্র।

10) তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী কে?
- সু সেং-চ্যাং (Su Tseng-chan)।