10 ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) 10 ই জানুয়ারি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
- বিশ্ব হিন্দি দিবস।
- 1975 সালে অনুষ্ঠিত বিশ্ব হিন্দি সম্মেলন-এর স্মরণে।
- প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2006 সালে।
2) 10ই জানুয়ারী ভারতের ইতিহাসে কি জন্য স্মরণীয়?
- 1966 সালের 10 জানুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
3) ভারতের প্রথম কোন রাজ্য সার্বজনীন মৌলিক আয়ের (Universal Basic Income) নীতি চালু করতে চলেছে?
- সিকিম।
4) ICC (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) মার্কিন যুক্তরাষ্ট্রকে কততম দল হিসাবে স্বীকৃতি দিল?
- 105 তম।
5) আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কে?
- সুনীল ছেত্রী।
- প্রথম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
6) বর্তমানে বিশ্বের এক নাম্বার মহিলা বক্সার কে?
- মেরি কম।
7) সম্প্রতি বিশুদ্ধ পানীয় জলের জন্য গঙ্গাজল প্রকল্পটি কোথায় সূচনা হলো?
- আগ্রা, উত্তর প্রদেশ।