9 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

9 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

1) 9 জানুয়ারি কোন দিবস হিসেবে পালিত হয়?
- প্রবাসী ভারতীয় দিবস।
- 2003 সাল থেকে পালিত হয়।

2) 2019 হপম্যান কাপ কোন দেশ জিতেছে?
- সুইজারল্যান্ড

3) 2019 সালের অল ইন্ডিয়া রেডিও ন্যাশনাল কবি সম্মেলন কোথায় আয়োজিত হবে?
- চেন্নাই

4) রিজার্ভ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত প্যানেলের প্রধান কে?
- নন্দন নিলেকানি।

5) কোন কোম্পানী সম্প্রতি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি?
- আমাজন।

6) 106তম বিজ্ঞান কংগ্রেসে কোন সংস্থাটি 'এক্সবিবিটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড' পেল?
- DRDO (ডিআরডিও)

7) ব্যক্তিগত আইন (সংশোধনী) বিল, 2018 অনুযায়ী বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য কোন রোগটি গ্রহণযোগ্য হবে না?
- কুষ্ঠরোগ।