১০ই সেপ্টেম্বর ২০১৮ কারেন্ট এফেয়ার্স

১)  এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের (১-৭ই সেপ্টেম্বর) থিম কি?
-  Go Further With Food.
২)  কোন ভারতীয় অভিনেত্রী মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড পেতে চলেছেন?
-  ঐশ্বর্য রাই।
৩)  ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গেলস কে জিতলেন?
- নোভাক জোকোভিক।
৪)  কোন অভিনেত্রী মানবাধিকার বিষয়ক ন্যাশনাল ইকোয়ালিটি অ্যাওয়ার্ড পেলেন?
-  অ্যানা হ্যাথওয়ে।
৫)  লখনৌ-এর কোন স্থানটির নাম পরিবর্তন করে 'অটল চক' রাখা হল?
-  হযরতগঞ্জ চৌরাহ।
৬)  কে প্রথম ভারতীয় হিসাবে IAAF কন্টিনেন্টাল কাপে একটি মেডেল জিতলেন?
- অরপিন্দর সিং।
৭)  'মবিলাইজ ইউর সিটি' প্রকল্পে ভারত এবং কোন দেশ চুক্তিবদ্ধ হল?
- ফ্রান্স।
৮)  ব্র্যান্ডজ ইন্ডিয়ার সেরা ৫০ টি বাণিজ্যিক সংস্থার তালিকায় কোন সংস্থাটি শীর্ষে রয়েছে?
- HDFC ব্যাংক।
৯)  চীনের ধনীতম ব্যক্তি জ্যাক মা ৫৪ বছর বয়সে কোন সংস্থা থেকে অবসর নিলেন?
- আলিবাবা।
১০)  ২০১৮ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কে ভারতের প্রতিনিধিত্ব করবেন?
- নেহাল চূড়াসমা।