৯ই সেপ্টেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) কোন কবির জন্মদিনটি তেলেঙ্গানা ভাষা দিবস (৯ই সেপ্টেম্বর) হিসেবে পালিত হচ্ছে?
- কালোজি নারায়না রাও।
২) কোন বলিউড অভিনেতা জি এস টি-র প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন?
- অমিতাভ বচ্চন।
৩) ইউ এস ওপেনে সিঙ্গেলস গ্র্যান্ডস্লাম জয়ী প্রথম জাপানি টেনিস খেলোয়াড়ের নাম কী?
- নাওমি ওসাকা (সেরেনা উইলিয়ামসকে হারিয়ে)।
৪) সমুদ্রের জল পর্যবেক্ষণ করার জন্য চীন সম্প্রতি কোন উপগ্রহ প্রেরণ করল?
- HY-1C স্যাটেলাইট।
৫)  এশিয়া মহাদেশে ফেসবুকের প্রথম ডেটা সেন্টারটি কোথায় স্থাপিত হতে চলেছে?
- সিঙ্গাপুরে।
৬) কে আসামের স্পোর্টস অ্যাম্বেসেডর নিযুক্ত হলেন?
- হিমা দাস।
৭) "দি রুল ব্রেকার্স" উপন্যাসটি কোন ভারতীয় সাহিত্যিকের লেখা?
- প্রীতি শেনয়।
৮)  কোন ওড়িয়া কবি ২০১৮ সালের সরলা পুরস্কার পেতে চলেছেন?
- শত্রুঘ্ন পাণ্ডব।
৯)  কোন ভারতীয় অর্থনীতিবিদ Honoris Causa সম্মানে ভূষিত হলেন?
- বিবেক দেবরয়।
১০)  ভারতের কোথায় 'ওয়ার্ল্ড সামিট অন অ্যাক্রিডিটেশন' অনুষ্ঠিত হচ্ছে?
- নতুন দিল্লিতে।