৯ই মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) আজ ৯ই মে (বাংলা ২৫শে বৈশাখ) রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আর কোন বিখ্যাত ভারতীয়ের জন্মদিবস হিসেবে পালিত হল?
২) তাজমহল এবং অন্যান্য ভারতীয় ঐতিহ্যমন্ডিত স্থাপত্যগুলির তত্ত্বাবধান করে কোন সংস্থা?
৩) বায়ু পর্যবেক্ষণের উদ্দেশ্যে চীন কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল?
৪) রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কে পুনর্নির্বাচিত হলেন?
৫) কোন বৃহৎ শক্তিধর দেশ ‘ইরান পরমাণু চুক্তি’ থেকে সরে এল?



উত্তর
১) গোপালকৃষ্ণ গোখলে।
২) ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ।
৩) Gaofen-5 ।
৪) ডমিট্রি মেডভেডেভ।
৫) মার্কিন যুক্তরাষ্ট্র।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।