৮ই মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ৮ই মে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
২) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
৩) আর্মেনিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
৪) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে?
৫) কোন প্রকল্পের জন্য সম্প্রতি কেন্দ্র সরকার বিশ্ব ব্যাংকের কাছে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিল?



উত্তর
১) বিশ্ব রেড ক্রস দিবস (এই দিনটি আসলে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিবস)।
২) প্রতিবছর ৮ই মে।
৩) নিকোল পাশিনিয়ান।
৪) সৈয়দ আহমেদ খান (সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় থেকে তাঁর ছবি সরানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে)।
৫) পোষণ অভিযান।
কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।