৭ই মে ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন কোনটি?
২) ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রে আজ মে দিবস পালিত হয়?
৩) এবছর কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মদিবস বিশেষভাবে উদযাপিত হচ্ছে?
৪) কিলুয়া (Kilauea) আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
৫) ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম ইন্দাস ডলফিনের গণনা শুরু করতে চলেছে?

উত্তর
১) ক্রেমলিন (আজ চতুর্থ বারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন)।
২) শ্রীলংকায়।
৩) মিশরে।
৪) হাওয়াই দ্বীপপুঞ্জে (রবিবার থেকে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে)।
৫) পাঞ্জাবে (WWF-Indiaর সহযোগিতায়)।

কারেন্ট এফেয়ার্স-একঝলকে সাম্প্রতিক বিশ্বদর্শন।