১) স্বামীজী কত সালে শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন?
- ১৮৯৩ সালে (১১ই সেপ্টেম্বর)।
২) ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হল?
- ভদোদরা, গুজরাট।
৩) BIMSTEC গোষ্ঠীভুক্ত দেশগুলির সামরিক অনুশীলন কোথায় শুরু হল?
-পুনে, মহারাষ্ট্র।
৪) সিংফান ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত?
- নাগাল্যান্ড (সম্প্রতি এটি হস্তী অভয়ারণ্য হিসেবে ঘোষিত হল)।
৫) ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নির্বাচনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার প্রধান কে?
- বিমল জালান।
৬) ইউ এস ওপেনে মিক্সড ডাবল কারা জিতলেন?
- জ্যামি মুরে, ব্যথানি ম্যাটেক।
৭) ভারত কোন দেশের সঙ্গে COMCASA চুক্তি স্বাক্ষর করল?
- মার্কিন যুক্তরাষ্ট্র।
৮) ভারত এবং মঙ্গোলিয়ার যৌথ সামরিক অনুশীলনের নাম কি?
- Nomadic Elephant (শুরু হল মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে)।
৯) নেপালের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন?
- বিচারপতি ওম প্রকাশ মিশ্র।
১০) RERA- এর সম্পূর্ণ নাম কি?
- রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি।