১) কে মহিলাদের একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচে (১১৮টি) অধিনায়কত্ব করার রেকর্ড করলেন?
- মিতালি রাজ (ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা)।
২) ঠান্ডা যুদ্ধের পর থেকে বিশ্বের বৃহত্তম সামরিক অনুশীলন ভস্তক 2018 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
- রাশিয়া।
৩) ভারতের কোথায় আয়ুষ্মান ভারত কোন সেন্টারের উদ্বোধন করা হল?
- ব্যাঙ্গালোর।
৪) কোন দল ২০১৭-১৮ দলীপ ট্রফি জিতল?
- ইন্ডিয়া ব্লু।
৫) লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রথম সান্মানিক অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন?
- অক্ষয় কুমার।
৬) ভারতীয় স্টেট ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর কে?
- অংশুলা কান্ত।
৭) কোন রাজ্য ইথানল প্লান্টের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সঙ্গে চুক্তিবদ্ধ হল?
- হরিয়ানা।