১) ২১শে সেপ্টেম্বর কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- আন্তর্জাতিক শান্তি দিবস।
২) কোন বলিউড অভিনেত্রী স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার ২০১৮ পেলেন?
- অনুষ্কা শর্মা।
৩) সেন্ত্রাল ভিজিলান্স কমিশনের নতুন সচিব কে?
- অনিন্দ্য মজুমদার।
৪) ফিফা র্যাঙ্কিং-এর ইতিহাসে এই প্রথম দুটি দেশ যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করল। কোন দুটি দেশ?
- ফ্রান্স এবং বেলজিয়াম।
৫) প্রয়াত ট্রান ডাই কুয়াং (৬২) কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
- ভিয়েতনাম (রাজধানীর নাম হ্যানয়)।
৬) কোন দুটি দেশের বিমান বাহিনীর মধ্যে 'এভিয়াইন্দ্রা২০১৮' (AVIAINDRA 2018) সামরিক মহড়া শুরু হল?
- ভারত এবং রাশিয়া।