১) কোন ভারতীয় ছবি অস্কারের জন্য প্রেরিত হয়েছে?
- ভিলেজ রকস্টার্স (অসমীয়া ভাষার ছবি)।
২) এয়ার ইন্ডিয়ার স্বাধীন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
- ডি. পুরণদেশ্বরী।
৩) বিশ্ব বাণিজ্য সংস্থার "Urban Tourism"-এর উপর বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- সিওল।
৪) ওম্যান বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
- ভারত।
৫) কালবেলিয়া কোথাকার লোকনৃত্য?
- রাজস্থান।