২০শে সেপ্টেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) কোন ভারতীয় মেক্সিকান অর্ডার অফ আজটেক ঈগল সম্মান পেলেন?
- ডঃ রঘুপতি সিংহানিয়া।
২) ২০১৮ সালের ট্র্যাক এশিয়া কাপ সাইক্লিং টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে?
- ভারতে।
৩) ভারতের কোন রাজ্য নতুন সাইবার ইউনিভার্সিটি স্থাপন করতে চলেছে?
- মহারাষ্ট্র।
৪) কোন ভারতীয় কুস্তিগীর ওয়ার্ল্ড জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে পরপর মেডেল জিতলেন?
- সজন ভাঁওয়াল।
৫) টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় সিনেমা GROLSCH পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস এওয়ার্ড পেল?
- মর্দ কো দর্দ নহি হোতা।