১৮ই সেপ্টেম্বর২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) কোন দুই ভারতীয় এশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট ডামাভ্যন্ডে (৫৬০৯মিঃ) উঠে রেকর্ড তৈরি করলেন?
- সত্যরূপ সিদ্ধান্ত এবং মৌসুমী খাটুয়া।
২) কোন দেশ প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন শুরু করল?
- জার্মানি।
৩) ২০২২ সালে এশিয়ান প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- চিনে।
৪)  সুদানের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
- মৌতাজ মুসা অবদাল্লা।
৫)  ভারতের প্রথম মিসাইল ট্র্যাকিং জাহাজটির নাম কী?
- VC11184 ।
৬)  ভারতের প্রথম জলের তলাকার (আন্ডার ওয়াটার) রোবটিক ড্রোনটির নাম কি?
- EyeRovTuna।
৭)  জাপান ওপেন ২০১৮ কে জিতলেন?
- ক্যারোলিন মেরিন।
৮) কোন দেশে বিশ্বের প্রথম লিঙ্গ-নিরপেক্ষ হোস্টেল খোলা হল?
- ভারত।
৯) ভারতের পর্যটন মন্ত্রকের উদ্যোগে প্রথম পর্যটন পর্ব কোথায় আয়োজিত হবে?
- নতুন দিল্লি।
১০) ভারতের প্রথম মহিলা IAS অফিসার যিনি সদ্য পরলোকগমন করলেন তার নাম কি?
- আন্না রাজম মালহোত্রা।