১৭ই সেপ্টেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ২০১৮ সালের রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কারের জন্য কাদের নাম সুপারিশ করা হল?
- বিরাট কোহলি এবং সাইকোম মীরাবাই চানু (ভারোত্তোলক)।
২) সম্মিলিত জাতিপুঞ্জের মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত?
- ১৩০তম।
৩) সাইলেসিয়ান ওপেন বক্সিং টুর্ণামেন্টে কোন ভারতীয় বক্সার সোনা জিতলেন?
- মেরি কম।
৪) কোথায় ভারতের প্রথম সারমেয় উদ্যান (Dog Park) খোলা হল?
- হায়দ্রাবাদে।
৫) স্বচ্ছ পানীয় জলের জন্য 'স্বচ্ছ ধারা' প্রকল্পটির কোথায় উদ্বোধন হল?
- অমরাবতী, অন্ধ্রপ্রদেশ।
৬) পারিবারিক ব্যবসায়ের সংখ্যার নিরিখে ভারতের স্থান কত?
- তৃতীয়।
৭) স্বদেশে নির্মিত কোন জাহাজটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পাহারাদারির কাজে নিযুক্ত হল?
- বিজয়া।
৮) ওয়ার্ল্ড শেফ কংগ্রেস 2018 কোথায় আয়োজিত হয়েছিল?
- ভারতে।
৯)  কোন দল CPL18 জিতল?
- ত্রিনবাগো (Trinbago) নাইট রাইডার্স।
১০)  ভারতকে হারিয়ে কোন দেশ সাফ (SAFF) কাপ ২০১৮ জিতল?
- মালদ্বীপ।