১৬ই সেপ্টেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) আজকের দিনটি কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- বিশ্ব ওজোন দিবস (এবছরের থিম- কিপ কুল এন্ড ক্যারি অন: মন্ট্রিল প্রটোকল)।
২) কোন কবি এবং সাহিত্যিক এবছরের মীরা পুরস্কার পেতে চলেছেন?
- সওয়াই সিং শেখাবত।
৩) ২০১৮ সালের আগস্ট মাসে ভারতে কোন দেশ থেকে সবচেয়ে বেশি পেট্রল আমদানি করা হয়েছে?
-ইরাক।
৪) NACO কত সালের মধ্যে ভারত থেকে এইডস' নির্মূল করার পরিকল্পনা নিয়েছে?
- ২০৩০ সালের মধ্যে।
৫)  প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কোন রাজ্য সব থেকে বেশি সড়ক নির্মাণ করেছে?
- উত্তরাখন্ড।
৬) সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?
- লিউস হ্যামিলটন (তার পঞ্চম ফরমুলা ওয়ান ড্রাইভার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেতাব)।
৭) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন সামাজিক আন্দোলনের সূচনা করলেন?
- স্বচ্ছতা হি সেবা।
৮) ভারতের কোন বিমান বন্দর আন্তর্জাতিক বিমান পরিষেবার নিরিখে এক নম্বর স্থান অধিকার করল?
- রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দ্রাবাদ।
৯) সদ্যপ্রয়াত ব্রিজ কাত্যাল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
- সিনেমা শিল্প।
১০) ফিলিপাইন্সের পর চীনে কোন বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানলো?
- টাইফুন মাংহকুট (Manghkut)।