১) কে বিশ্বের প্রথম ব্যক্তিগত চন্দ্র অভিযাত্রী হতে চলেছেন?
- জাপানের নাগরিক ইউসাকু মেজাওয়া (Yusaku Maezawa)।
২) ২৫শে সেপ্টেম্বর ভারতে কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- অন্ত্যদয় দিবস (পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে)।
৩) কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি জিতল?
- গুরু নানকদেব বিশ্ববিদ্যালয়।
৪) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কোন দিনটিকে সার্জিক্যাল স্ট্রাইক দিবস হিসেবে পালন করার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে?
- ২৯ শে সেপ্টেম্বর।
৫) এবছর ফিফার বর্ষসেরা ফুটবলার (পুরুষ) পুরস্কার কে পেলেন?
- লুকা মোদরিক।
৬) এবছর ফিফার বর্ষসেরা গোলকিপার (পুরুষ) পুরস্কার কে পেলেন?
- থিবাউত কোর্টোইস(বেলজিয়াম)।
৭) এবছর ফিফার বর্ষসেরা কোচ (পুরুষ) পুরস্কার কে পেলেন?
- দিদিয়ার দেসচ্যাম্প।
৮) এবছর ফিফার বর্ষসেরা ফুটবলার (মহিলা) পুরস্কার কে পেলেন?
- মারতা (Marta, ব্রাজিল)।
৯) এবছর ফিফার বর্ষসেরা কোচ (মহিলা) পুরস্কার কে পেলেন?
- রেইনাল্ড পেড্রোস।
১০) কোন দেশ মহিলা ফুটবলারদের জন্য ,ব্যালন ডি অনার' পুরষ্কারের সূচনা করল?
- ফ্রান্স।
১১) কর্পোরেশন ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কে নিযুক্ত হলেন?
- জয় কুমার গর্গ।
১২) কেবলমাত্র মহিলা-বিদেশমন্ত্রীদের বৈঠক কোথায় আয়োজিত হচ্ছে?
- কানাডা।