১) ২৪শে সেপ্টেম্বর কোন বিশেষ দিবস হিসেবে পালিত হয়?
- বিশ্ব গোরিলা দিবস।
২) ভারতের ১০০ তম এবং সিকিমের প্রথম বিমানবন্দর কোনটি?
- প্যাকইয়ং বিমানবন্দর (প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করলেন)।
৩) নেপাল পর্যটনের গুডউইল অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন?
- জয়াপ্রদা।
৪) ২০২২ সালে ভারতের প্রথম মানবযুক্ত মহাকাশ অভিযান "গগনযান"-এর দায়িত্বে কে রয়েছেন?
- ভি.আর. ললিতাম্বিকা।
৫) আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস কবে পালিত হয়?
- ২৩শে সেপ্টেম্বর।
৬) ট্রাক এশিয়া কাপ সাইক্লিং-এ ভারতের প্রথম সোনাকে জিতলেন?
- ময়ূরী লুটে।
৭) তৃতীয় আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন কোথায় আয়োজিত হবে?
- সংযুক্ত আরব আমিরশাহী।
৮) আয়ুষ্মান ভারত প্রকল্পের টোল ফ্রি নাম্বার কত?
- 14555 ।
৯) কোন দেশ ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে?
- নেপাল।
১০) সম্প্রতি ভারত কোন প্রতিরক্ষা যানটি সফলভাবে উৎক্ষেপণ করল?
- পৃথ্বী ডিফেন্স ভেহিক্যাল।