২৬শে সেপ্টেম্বর ১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) সম্মিলিত জাতিপুঞ্জ কোন সময়কালকে নেলসন ম্যান্ডেলা দশক হিসেবে ঘোষণা করল?
- ২০১৯ থেকে ২০২৮ এই দশ বছর সময়কে।
২) সদ্যপ্রয়াত কল্পনা লাজমি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?
- সিনেমা।
৩) ভারতের সুপ্রিম কোর্ট কার নেতৃত্বে জেল সংস্কার বিষয়ে তদারকির জন্য একটি কমিটি গঠন করলো?
- বিচারপতি অমিতাভ রায়।
৪) গুগল কাকে চিফ প্রাইভেসি অফিসার হিসাবে নিয়োগ করল?
- কেইথ এনরাইট।
৫) কোন দুই দেশ সম্প্রতি হাইফা যুদ্ধের ১০০ বছর পূর্তি উদযাপন করল?
- ভারত এবং ইজরায়েল।
৬) বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল পরিষেবা কোনটি?
- হায়দ্রাবাদ (প্রথম দিল্লি মেট্রো)।
৭) Lancet রিপোর্ট অনুযায়ী শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খরচের নিরীখে বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
- ১৫৮তম।
৮) স্মার্ট সিটি এক্সপো ইন্ডিয়া-২০১৮ কে উদ্বোধন করলেন?
- উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (জয়পুরে)।