১) ২৬শে আগস্ট দিনটি কোন বিশেষ দিন হিসেবে পালিত হয়?
২) কোন ভারতীয় মহিলা ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন?
৩) চলতি এশিয়ান গেমসে কোন দুই ভারতীয় দৌড়বিদ ৪০০ মিটার ইভেন্টে রূপো জিতলেন?
৪) কৃষি কুম্ভ আন্তর্জাতিক সম্মেলন এবং প্রদর্শনী কোন রাজ্যে আয়োজিত হবে?
৫) ডি আর ডি ও (DRDO)-এর নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কী?
৬) ভারতীয় অ্যাথলিট ফৌয়াদ মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর
১) বিশ্ব সংস্কৃত দিবস।
২) ঝুলন গোস্বামী (৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে প্রাপ্ত উইকেট ৫৬টি)।
৩) হিমা দাস (মহিলা), মুহাম্মদ আনাস (পুরুষ)।
৪) উত্তর প্রদেশ।
৫) জি. সতীশ রেড্ডি।
৬) অশ্বারোহন (Individual Equestrian)।
বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।