২৫শে আগস্ট ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) এশিয়ান গেমসের শট পুটে কোন ভারতীয় খেলোয়াড় রেকর্ড তৈরি করলেন?
২) ভারতে জন্ম নেওয়া প্রথম পেঙ্গুইনটি কোন চিড়িয়াখানায় জন্মেছিল?
৩) সানিয়া মির্জার পর কোন ভারতীয় এশিয়ান গেমসের টেনিসে সিঙ্গলস খেতাব জিতলেন?
৪) India Banking Conclave 2018 কোথায় আয়োজিত হয়েছে?
৫) কোন আন্তর্জাতিক সংস্থা 'Bond-i' নামক ব্লকচেইন বন্ড বাজারে ছাড়লো?
৬) চলতি এশিয়ান গেমসে কার সাথে জুটি বেঁধে রোহন বোপান্না পুরুষদের ডাবলসে সোনা জিতলেন?
৭) ২০১৮ সালের হকি বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে?
৮) কোন অভিনেত্রী সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসডার নিযুক্ত হলেন?
৯) অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
১০) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শান্তি অভিযান কোথায় অনুষ্ঠিত হল?




উত্তর
১) তাজিন্দরপাল সিং তুর (২০.৭৫মিটার)।
২) মুম্বাইয়ের বাইকুল্লা চিড়িয়াখানা (Byculla Zoo)।
৩) অঙ্কিতা রায়না।
৪) নতুন দিল্লি।
৫) বিশ্ব ব্যাংক।
৬) ডিভিজ শরণ (Divij Sharan)।
৭) ওড়িশা।
৮) রবিনা ট্যান্ডন।
৯) স্কট মরিসন।
১০) চেবারকুল, রাশিয়া।
বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।