২৪শে আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ২০২২ সালের এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হবে?
২) কোন ফুটবলার 2018 সালের UEFA প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেলেন?
৩) অটল বিহারি বাজপেয়ি স্মৃতিসৌধ কোথায় নির্মিত হবে?
৪) টাইমস পত্রিকার Power Women 2018 পুরস্কারটি পেলেন?
৫) কোন ভারতীয় কোম্পানির বাজারগত পুঁজির পরিমাণ ৮ ট্রিলিয়ন হল?
৬) কার আত্মজীবনীর নাম বিয়ন্ড দ্য লাইনস?
৭) Mountain Echoes  Literature Festival 2018 কোথায় আয়োজিত হবে?
৮) ভিতরকণিকা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?


উত্তর
১) চীন।
২) ডেভিড ব্যাকহেম।
৩) মুম্বাই।
৪) পায়েল ঘোষ।
৫) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
৬) প্রয়াত সাংবাদিক কুলদীপ নায়ার।
৭) ভুটান।
৮) ওড়িশা।
বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।