১) ভারতের কোন খেলাটি এশিয়ান অলিম্পিক কাউন্সিল দ্বারা স্বীকৃতি পেল?
২) ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম পরিবর্তন করে অটল নগর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
৩) কোন ক্রিকেটারের আত্মজীবনীর নাম নো স্পিন?
৪) আন্তর্জাতিক জল রঙ উৎসব কোথায় শুরু হলো?
৫) "ইন্ডিয়া আফটার নেহেরু" বইটি কার লেখা?
৬) 2018 এশিয়ান গেমসে শ্যুটিং প্রতিযোগিতায় পুরুষদের 'ডাবল ট্র্যাপ' ইভেন্টে সবচেয়ে কম বয়সী মেডেলজয়ী শ্যুটার কে?
উত্তর
১) খো খো।
২) ছত্রিশগড় (নতুন রাজধানী নয়া রায়পুরের নাম পরিবর্তন করে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নাম অনুসারে অটলনগর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।
৩) শেন ওয়ার্ন।
৪) রাঁচিতে।
৫) কুলদীপ নায়ার (সদ্য প্রয়াত হলেন এই স্বনামধন্য লেখক)।
৬) শার্দুল বিহান (১৫ বছর বয়সী শার্দুল রৌপ্য পদক পেলেন)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।