১) আজ ২২শে আগস্ট কোন ভারতীয় মহানগরীর প্রতিষ্ঠা দিবস?
২) ফোর্বস-এর তালিকা অনুসারে বর্তমানে মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ দরের (Highest paid) ক্রীড়াবিদ কে?
৩) " 281 and Beyond" কার আত্মজীবনী?
৪) কোন ভারতীয় মহিলা শ্যুটার এশিয়ান গেমসে সোনা জিতলেন?
৫) Fortune পত্রিকার সমীক্ষায় কোন ভারতীয় সংস্থা "চেঞ্জ দি ওয়ার্ল্ড" তালিকায় প্রথম স্থানে রয়েছে?
৬) কোন দেশ কেরালার বন্যাত্রাণের জন্য ৭০০ কোটি টাকা অনুদান ঘোষণা করল?
৭) এবছর বিমসটেক (BIMSTEC) সম্মেলন কোথায় আয়োজিত হবে?
উত্তর
১) চেন্নাই (২২শে আগস্ট ১৬৩৯; তখন নাম ছিল মাদ্রাজ)।
২) সেরেনা উইলিয়ামস (ভারতের সর্বোচ্চ পি ভি সিন্ধু)।
৩) ভি.ভি.এস. লক্ষণ।
৪) রাহি স্বর্ণবাত।
৫) রিলায়েন্স জিও।
৬) সংযুক্ত আরব আমিরশাহী।
৭) নেপালের কাঠমান্ডুতে।