২১শে আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) এই প্রথম কোন ভারতীয় এশিয়ান গেমসে ১০মি এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন?
২) কোন টেনিস তারকা এই প্রথম গোল্ডেন মাস্টার্স সম্পূর্ণ করলেন?
৩) সম্প্রতি সুপ্রিম কোর্ট কোন নির্বাচন থেকে NOTA অপশনটি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে?
৪) জম্মু ও কাশ্মীরের নতুন রাজ্যপালের নাম কী?
৫) খাবারের লেবেলের মান যাচাই করার জন্যই FSSAI কোন কমিটিকে নিযুক্ত করল?
৬) সম্প্রতি ভারত হেলিকপ্টারের মাধ্যমে যে অ্যান্টি ট্যাংক মিসাইলটির পরীক্ষা করল সেটির নাম কী?



উত্তর
১) সৌরভ চৌধুরী (১৬ বছর)।
২) নোভাক জোকোভিক ( তিনিই প্রথম টেনিস তারকা যিনি ৯টি ATP মাস্টার্সের ১০০০ টি ইভেন্টে জিতলেন)।
৩) রাজ্যসভার নির্বাচন।
৪) সত্য পাল মালিক।
৫) বি. শশীকরন।
৬) হেলিনা (HELINA)।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।