২০শে আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ২০শে আগস্ট ভারতে কোন দিবস হিসেবে পালন করা হয়?
২) কে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে এশিয়ান গেমসে সোনা জিতলেন?
৩) কোন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া Legion of Merit (Degree of Commander) 2018 পেলেন?
৪) ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কোথায় পাণিনি ভাষা গবেষণাগার স্থাপন করলেন?
৫) কোন ভারতীয় World No Tobacco Day 2017 পুরস্কার পেলেন?


উত্তর
১) জাতীয় সদ্ভাবনা দিবস (ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে)।
২) ভিনেশ ফোগাট (50kg freestyle বিভাগে)।
৩) জেনারেল দলবীর সিং সুহাগ।
৪) পোর্ট লুইস, মরিশাস।
৫) এস কে অরোরা।
বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।