১) আজ ২৭শে আগস্ট কোন কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিন?
২) কে এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন?
৩) কোন ভারতীয় ব্যক্তিত্ব এশিয়া সোসাইটির দেওয়া Game Changer of the Year 2018 পুরস্কার পেতে চলেছেন?
৪) জিম্বাবুয়ের নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম কি?
৫) "অটল জি নে কাহা" বইটির লেখক কে?
৬) কোন দেশ ফিফা আয়োজিত প্রথম অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল বিশ্বকাপ জিতল?
৭) ৩য় ভারত মহাসাগরীয় সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল?
উত্তর
১) ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়ার এই প্রবাদপ্রতিম ক্রিকেটার সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন)।
২) নীরজ চোপড়া।
৩) ইন্দ্রা নুয়ী।
৪) এমারসন মনাঙ্গাগোয়া।
৫) ব্রিজেন্দ্র রেহি।
৬) জাপান।
৭) হ্যানয়, ভিয়েতনাম।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।