১)২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। উক্ত মহাকাশযানটির নাম কি?
২) ২০১৯ সালে এশিয়ান ইয়ুথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে?
৩) সম্প্রতি জি-২০ ভুক্ত দেশগুলোর ডিজিটাল ইকোনোমির উপর মন্ত্রী পর্যায়ের বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল?
৪) চলতি এশিয়ান গেমসে ভারতের ক্রীড়াবিদ মনজিত সিং কোন খেলায় সোনা জিতলেন?
৫) কোন দেশ স্কুল ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সামগ্রী (sanitary product) দেওয়ার কথা ঘোষণা করল?
উত্তর
১) গগনযান (৩জন মহাকাশ অভিযাত্রী থাকবেন)।
২) উত্তর কোরিয়া।
৩) আর্জেন্টিনা।
৪) ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা।
৫) স্কটল্যান্ড।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।