২৯শে আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?
২) ভারতের প্রথম আন্তঃরাজ্য বায়ু চালিত বিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় স্থাপিত হলো?
৩)  কোন রাজ্যে ভারতের উচ্চতম ফিল্ম স্টুডিওর উদ্বোধন করা হলো?
৪) গ্লোবাল ফিনান্স ম্যাগাজিনের মতে ডিজিটাল ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে বিশ্বের সেরা ব্যাংক কোনটি?
৫) ভারতের প্রথম মহিলা মাঠ (ক্রিকেট খেলার মাঠ) তত্ত্বাবধায়ক কে?
৬) এশিয়ান গেমসে ব্যাডমিন্টন সিঙ্গলসে রুপোজয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে?
৭) কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম জৈব জ্বালানিতে (Bio-fuel) চালিত বিমান চলাচল করল?
৮)  কোন ভারতীয় অ্যাথলিট পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে সোনা জিতলেন?
৯)  চলতি এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিট স্বপ্না বর্মন কোন বিভাগে সোনা জিতলেন?
১০)  কার জন্মদিন উপলক্ষে কেন্দ্র সরকার ২৫ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন করতে চলেছে?



উত্তর
১) মেজর ধ্যানচাঁদ (হকির যাদুকর বলা হয়)।
২) গুজরাটের ভুজে।
৩) তামিলনাড়ু (স্টুডিওটির নাম MGR সেন্টিনারি ফিল্ম স্টুডিও, ৫৬ফুট উঁচু)।
৪) ডিবিএস ব্যাঙ্ক।
৫) জেসিন্থা কল্যাণ।
৬) পি ভি সিন্ধু।
৭) দেরদুন থেকে দিল্লি (স্পাইস জেট সংস্থা)।
৮) অর্পিন্দর সিং।
৯) হেপটাথলন (Heotathlon)।
১০) পন্ডিত দীনদয়াল উপাধ্যায়।

চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।