১) এ বছর ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?
২) চলতি এশিয়ান গেমসে কোন ভারতীয় ১৫০০ মিটার রেসে সোনা জিতলেন?
৩) প্রফুল্ল বিদওয়াই স্মৃতি পুরস্কার ২০১৮ কে পেলেন?
৪) ইংল্যান্ডের নিযুক্ত ভারতের পরবর্তী হাইকমিশনার কে হতে চলেছেন?
৫) জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কোন ভারতীয় নিযুক্ত হলেন?
৬) নবগঠিত Prime Ministers Science Technology and Innovation Council-এর প্রধান কে হলেন?
৭) চলতি এশিয়ান গেমসে মহিলাদের ৪×৪০০ মিটার রিলেতে কোন দল সোনা জিতল?
উত্তর
১) মহারাষ্ট্রের মহাবলেশ্বর (চেরাপুঞ্জির থেকেও বেশি)।
২) জিনসন জনসন।
৩) উল্কা মহাজন।
৪) রুচি ঘনশ্যাম।
৫) লালচাঁদ রাজপুত।
৬) কে বিজয় রাঘবন।
৭) ভারতীয় মহিলাদের দল।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।