৩১শে আগস্ট'১৮ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১) ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হতে চলেছেন?
২) অস্ট্রেলিয়াতে ২৫ টি দেশের নৌবাহিনীর যে বিশেষ মহড়া অনুষ্ঠিত হচ্ছে তার নাম কি?
৩) পরবর্তী বিমসটেক (BIMSTEC) সম্মেলন কোথায় আয়োজিত হবে?
৪) প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে কোন রাজ্যের AIIMS টি নামকরণ করা হবে?
৫) টি-টোয়েন্টি ক্রিকেটে Most Economical বোলার হিসেবে কে বিশ্ব রেকর্ড করলেন?
৬)  ভোডাফোন-আইডিয়ার প্রথম মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে নিযুক্ত হলেন?

উত্তর
১) রঞ্জন গগৈ (আগামী ২রা অক্টোবর বর্তমান প্রধান বিচারপতি মাননীয় শ্রী দীপক মিশ্র অবসর গ্রহণের পর ইনি তাঁর স্থলাভিষিক্ত হবেন)।
২) KAKADU (ভারত থেকে এই মহড়ায় যোগ দেবার জন্য যে রণতরীটি গেছে সেটির নাম INSSahyadri)।
৩) শ্রীলংকাতে (এবারে কাঠমান্ডুতে হল)।
৪) অন্ধ্র প্রদেশ।
৫) মহম্মদ ইরফান।
৬) বলেশ শর্মা।
চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ।