১লা সেপ্টেম্বর'১৮ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ

১)  কোন চিকিৎসক 2018 সালের বি সি রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হলেন?
-  ডঃ বি কে মিশ্র।
২)  চলতি এশিয়ান গেমসে কোন ভারতীয় বক্সার পুরুষদের 49 কেজি বিভাগে সোনা জিতলেন?
- অমিত পাংহল।
৩) চতুর্থ আন্তর্জাতিক আয়ুর্বেদিক কংগ্রেস কোথায় উদ্বোধন করা হল?
- নেদারল্যান্ডস।
৪) কেন্দ্রীয় ইস্পাত (Steel) মন্ত্রকের নতুন সচিব কে?
- বিনয় কুমার।
৫)  বিশ্ব যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় বক্সার পর পর দ্বিতীয়বার সোনা জিতলেন?
- নিতু ঘনঘস।